Get All Information About Agriculture University Admission
And Be Prepare For The Admission. Good Luck !
নং | বিষয় | তারিখ ও সময় |
1. | আবেদন গ্রহণ শুরু ও শেষ | 10 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 2019 |
2. | প্রবেশপত্র ডাউনলোড | 20 অক্টোবর থেকে 28 অক্টোবর 2019 |
3. | ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ | 25 নভেম্বর 2019 |
4. | ভর্তি পরীক্ষা | 30 নভেম্বর 2019( শনিবার) 11:00 টা থেকে 12:00 টা |
5. | ফলাফল প্রকাশ | 5 ডিসেম্বর 2019 এর মধ্যে |
6. | নির্বাচিত প্রার্থীদের কোটা সংক্রান্ত মূল ডকুমেন্টস যাচাইয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত হয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সশরীরে রিপোর্ট করতে হবে | 8 ডিসেম্বর 2019 ( রবিবার) 10:00 টা হতে 5:00 টা |
7. | মেধা তালিকাভুক্ত প্রার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত হয়েছে সে বিশ্ববিদ্যালয় উপস্থিত হয়ে মূল ডকুমেন্টস ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে | 10 ও 11 ডিসেম্বর 2019 10:00 টা থেকে |
ক্রমিক নং | বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
1 | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | 1108 |
2 | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | 330 |
3 | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | 704 |
4 | সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | 431 |
5 | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | 587 |
6 | চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | 245 |
7 | খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | 150 |
সর্বমােট = | 3555 |
1. ২০১৬/২০১৭ সালে এসএসসি/ সমমান এবং ২০১৮/২০১৯ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাস করতে হবে
2. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমােট নূ্যনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। জিসিই O লেভেল এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে ন্যুনতম B গ্রেড এবং A লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যুনতম B গ্রেড থাকতে হবে। উল্লেখ্য, O লেভেল এবং A লেভেল এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে A গ্রেডের জন্য ৫. B গ্রেডের জন্য ৪, C গ্রেডের জন্য ৩.৫ এবং D গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আসন সংখ্যার ১০ (দশ) গুণক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ প্রদান করা হবে।
3. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।